ছাগলের দুধে বছরে ১০ লাখ টাকা আয় করছে রাজশাহীর রাফি

ছাগলের ফার্ম করে বছরে ১০ লাখ টাকা আয় করছেন রাজশাহীর রাফি। ছবি: নিউজ২৪

ছাগলের দুধে বছরে ১০ লাখ টাকা আয় করছে রাজশাহীর রাফি

রাজশাহী প্রতিনিধি

উন্নত জাতের ছাগলের ফার্ম করে বছরে ১০ লাখ টাকা আয় করছেন রাজশাহীর রাফি। ভারতের পাঞ্জাব হরিয়ানাসহ বিভিন্ন প্রদেশ থেকে উন্নত জাতের ছাগল এনে ফার্ম করেছেন এই যুবক। তোতাপুরি, হরিয়ানা ও বিটল জাতের ছাগল চাষ করে সব খরচ বাদ দিয়ে তার লাভ থাকছে বছরে  ১০ লাখ টাকা।  

রাজশাহীর সি এন্ড বি মোড়ের পাশে পদ্মানদীর বাধের পাশে ছাগলের এই খামার তোইরি করেছেন তিনি।

এখানে বিভিন্ন উন্নত জাতের ৪০ টির মত ছাগল রয়েছে। শুনতে অবাক লাগলেও প্রতিটি ছাগল পালন করতে প্রতিদিন তার খরচ হয় মাত্র ২০ টাকা।  

রাফি জানান, তোতাপুরি ও হরিয়ানা জাতের ছাগল প্রতিদিন ৩ থেকে ৫ লিটার করে দুধ দেয়। এছাড়া এসব তোতাপুরি, হরিয়ানা ও বিটল জাতের প্রতিটি ছাগল ১২০ থেকে ২০০ কেজি পর্যন্ত মাংস পাওয়া যায়।

প্রতি কেজি ছাগলের দুধের দাম ২০০ থেকে ৫০০ টাকা। ফলে প্রতিদিন দুধ বিক্রি করেই প্রচুর অর্থ আয় হয়।  

ছাগল পালনের খরচও খুব কম। গড়ে প্রতিদিন একটি ছাগলের জন্য মাত্র ২০ টাকার খাদ্য লাগে। তবে ছাগলের থাকার জায়গা হতে হবে পরিচ্ছন্ন ও পাকা করা জায়গা। ১ থেকে ২ বিঘা জমি আর সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করলেই একটি বড় খামার করা সম্ভব। জমির এক পাশে ছাগলের জন্য ঘর নির্মাণ ও অন্য পাশে ঘাস চাষ করলে আর বাইরে থেকে টাকা দিয়ে খাবার কিনতে হবে না। সারাদেশের নানা প্রান্ত থেকে রাফির কাছে ছাগল কিনতে আসেন ছাগল ক্রেতারা।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক