আমার কোনো বন্ধু নেই

শামীমা আক্তার

কবিতা

আমার কোনো বন্ধু নেই

শামীমা আক্তার

আমার কোনো বন্ধু নেই,

প্রেমিক নেই,

কোনো কাছের স্বজন আমার নেই!

এই শহরটা আমায় আশ্রয় দিয়েছে এক যুগ হলো;

আমার আকাশে বৃষ্টি শূন্যতায় ক্লান্ত এই শরীর-

রোদ্দুরে গা ফেটে চৌচির,

একা থাকতে থাকতে কৃষ্ণচুড়ার ওই গাছ টা আমায় ছায়া দিয়েছিলো,

আমি ভালোবেসেছিলাম-

সমস্ত যন্ত্রণা মিশিয়ে মেঘের মতো ছাই হয়ে উড়িয়ে দিয়েছিলাম গোধূলিতে।

সন্ধ্যা লগ্নে কাস্তির মতো বাঁকা চাঁদটা জ্যোৎস্নার চাদর জড়িয়ে দিয়ে আমায় ঘুম পারিয়ে দিয়েছিলো,

আমার দুঃখ আজ খানিকটা কমেছে!

আমার বিস্ময়সূচক শব্দ গুলো দূর হয়েছে।

লেখক : কবিতা , গদ্য লেখেন ও ছবি আঁকেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।

news24bd.tv/ডিডি