অভিষিক্ত তামিমের অর্ধশতকে জিম্বাবুয়েকে হারালো টাইগাররা

অভিষিক্ত তানজিদ হাসান তামিম (সংগৃহীত ছবি)

অভিষিক্ত তামিমের অর্ধশতকে জিম্বাবুয়েকে হারালো টাইগাররা

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের সহজ লক্ষ্য ২৮ বল বাকি থাকতে ২ উকেটেই তুলে নেয় স্বাগতিকরা।

১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই হোঁচট খান লিটন দাস।

৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর বৃষ্টির কারণে ম্যাচে কিছুক্ষণ বিলম্ব হলেও পুনরায় মাঠে নেমে ধীরেসুস্থে ব্যাটিং করেন টাইগাররা।

দলীয় ৫৭ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪ বলে ২১ রান করে আউট হন। এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিম এবং তৌহিদ হৃদয় মিলে দায়িত্বশীল এবং কিছুটা আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ম্যাচের একমাত্র অর্ধশতক পাওয়া তানজিদ হাসান তামিম ৪৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে তাকে সঙ্গ দেওয়া তৌহিদ হৃদয় ১৮ বলে ৩৩ রান করেন।

আরও পড়ুন: তানজিদ তামিমের অভিষেক, জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বাংলাদেশের

এর আগে প্রথম ইনিংসের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে অলআউট করেছে টাইগাররা। টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা করেছিলেন শেখ মাহেদী হাসান। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে তারা। দুই বলে কোনো রান করার আগেই মাহেদী হাসানের বলে বোল্ড হন ক্রেইগ আরভিন। তবে আরেক প্রান্তে ব্রায়ান বেনেট ভরসা যোগাচ্ছিলেন।

দলটির চার অভিজ্ঞ ক্রিকেটার ফিরলেন শূন্যতে। তবে ক্লিভে মাদানদে ও ওয়েলিংটন মাসাকাদজার জুটিতে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিলো জিম্বাবুয়ে। শেষ অব্দি ১২৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি সফরকারীরা।

আরও পড়ুন: টাইগারদের কাছে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে

টাইগারদের হয়ে তাসকিন এবং সাইফুদ্দিন তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন মাহেদী হাসান। ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেওয়া তাসকিন আহমেদ ম্যাচসেরা হয়েছেন।

news24bd.tv/SC