নাটোরে তৃষ্ণার্ত পথিকের জন্যে স্যালাইন পানি ও শরবত

সংগৃহীত ছবি

নাটোরে তৃষ্ণার্ত পথিকের জন্যে স্যালাইন পানি ও শরবত

নাটোর প্রতিনিধি

নাটোরে সহস্রাধিক তৃষ্ণার্ত পথিককে স্যালাইন পানি ও শরবত পান করানো হয়েছে । বুধবার বেলা ১১টা থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সদর থানার সামনে এবং এপেক্স ক্লাব অব নাটোর শহরের উত্তরা প্লাজার সামনে এই পানীয় পরিবেশন করে।

কোয়ান্টাম ফাউন্ডেশন নাটোর সেলের প্রো-অর্গানাইজার মোঃ আরিফুল ইসলাম জানান, পথচারী এবং ইজিবাইক ও রিক্সা যাত্রীবৃন্দকে স্যালাইন পানি পরিবেশন করা হচ্ছে। কর্মসূচীর আওতায় ২৫০ লিটার বিশুদ্ধ খাবার পানিতে পর্যায়ক্রমে ৫০০ পিস স্যালাইন মিশিয়ে পানি পরিবেশন করা হচ্ছে।

 

বেলা বৃদ্ধির সাথে সাথে থানার সামনে বটতলায় আগন্তুকদের ভীড় বাড়তে থাকে।  কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বশীল এবং কোয়ান্টিয়রবৃন্দ এই কাজে সহযোগিতা করে যাচ্ছেন।  

অপরদিকে, একই সময় থেকে শহরের উত্তরা প্লাজার সামনে পথচারীদের শরবত পরিবেশন কার্যক্রম শুরু করে এপেক্স ক্লাব অব নাটোর। এপেক্স জেলা-৯ এর গভর্ণর ডাঃ মোঃ শফিকুল ইসলাম জানান, দিনব্যাপী এই কর্মসূচীতে হাজারো পথচারীকে শরবত পরিবেশন করা হচ্ছে।

news24bd.tv/DHL