চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক

চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ বিষয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী নিজেই।  

তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন।

সিদ্ধান্ত কী হবে, সেটি নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানসহ কোটাধারীদের ক্ষেত্রে তা ৩২ বছর।

চাকরিপ্রত্যাশীদের মধ্যে একটি বড় অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন।


news24bd.tv/আইএএম