ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম কারাগারে

ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম- সংগৃহীত ছবি

ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক।

অহিদুলের বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

রেজাউল করিম আরও বলেন, মামলাটি তদন্ত করে গত ৯ জানুয়ারি অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আজ মঙ্গলবার এই মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আসামি অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।

আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক