‘চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়’

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন - ফাইল ছবি

‘চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়’

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বাংলাদেশের প্রথম জোড়া মাথার অপারেশনকৃত শিশুদ্বয়ের চিকিৎসা পরবর্তী অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব জানান।

তিনি বলেন, অপারেশন করে আলাদা করার ৫ বছর পর পাবনার রাবেয়া ভালো আছে তবে রোকেয়ার সামান্য সমস্যা রয়েছে।

সিএমএইচ হাসপাতালে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, রাবেয়া রোকেয়ার সফল অপারেশন বাংলাদেশের চিকিৎসা সেক্টরে গৌরবের ইতিহাস। চিকিৎসকরা জানিয়েছেন, প্রত্যাশার চেয়ে বেশি উন্নতি হয়েছে রাবেয়ার। তবে রোকেয়ার চিকিৎসা চলছে, তবে তার সম্পূর্ণ সুস্থতা নিয়ে শঙ্কা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২০১৯ সালের ৮ আগস্ট রাজধানীর সিএমএইচ হাসপাতালে ৩৩ ঘণ্টা অস্ত্রোপচারে মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে সফলভাবে পৃথক করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক