সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু

সাজেকে শ্রমিকবাহী ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮ জন। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

শিরিন আক্তার বলেন, আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ির দিকে ফেরার পথে ১৪ জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এতে ৬ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন ৮ জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরো বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা বলেন, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরতেছিল। এসময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।

news24bd.tv/DHL