জিএসপি নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

জিএসপি নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, তৈরী পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি সুবিধা ফেরত দেয়া নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থের জন্য সে কারনে শ্রম আইন নিয়ে নানা শর্ত জুড়ে দিচ্ছে দেশটি। নিজের দেশের স্বার্থ রক্ষা করে শ্রমিক এবং মালিক উভয় পক্ষের যাতে সুবিধা হয় সেভাবেই শ্রম আইনের সংশোধন করা হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে যমুনা অয়েলের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী।

নজরুল ইসলাম চৌধুরী বলেন,  সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ঢাকায় এসে শ্রম আইন নিয়ে যে এগারো দফা সুপারিশ দিয়েছেন সেটা তাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থের জন্য বলেছেন। এক শর্ত পূরণ হলে আবার নতুন শর্ত জুড়ে দিবেন তারা। বাংলাদেশ থেকে গ্যাস, বিদ্যুৎ, সমুদ্র বন্দর নিয়ে আগ্রহী দেশটি এজন্যই নানা সময়ে অযৌক্তিক অনেক শর্ত চাপিয়ে দেয়।

এ সময় শেখ হাসিনার সরকার সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় এমন সম্পর্ক রেখে যেকোনো যৌক্তিক শর্ত মেনে নেবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক