দেশে প্রথবারের মতো অনুষ্ঠিত মিম ফেস্ট

দেশে প্রথবারের মতো অনুষ্ঠিত মিম ফেস্ট

অনলাইন ডেস্ক

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রুচি বারবিকিউ চানাচুরের অনবদ্য আয়োজন জমজমাট মিম ফেস্ট। শুক্রবার (৩ মে) মিম লাভারদের সমাগমে জমে ওঠে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টার।

মিম কালচারকে দেশব্যাপী ছড়িয়ে দিতে রুচি বারবিকিউ আয়োজন করে মিম কম্পিটিশন, যার থিম নির্ধারণ করা হয় ভোলা যায় না।

সেখানে সারা দেশ থেকে জমা পড়ে প্রায় ৪ হাজারের বেশি মিম।

সেখান থেকে বাছাই করা সেরা ১৫ জন মিমারের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও পারভেজ সাইফুল ইসলাম এবং হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ।

অনুষ্ঠানে মিম এক্সিবিশন ছাড়াও রাখা হয় মজার বেশকিছু এক্টিভিটি।

news24bd.tv/SC