পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম কার্যালয়ে ঘণ্টাব্যাপী দুদকের অভিযান

জিএমের কার্যালয়ে দুদকের অভিযান

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম কার্যালয়ে ঘণ্টাব্যাপী দুদকের অভিযান

রাজশাহী প্রতিনিধি 

কয়েকশ কোটি টাকা কেনাকাটার অনিয়মের অভিযোগে রাজশাহী রেলভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজারের কার্যালয়ে ঘণ্টাব্যাপী দুদকের অভিযান পরিচালিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে পাঁচ জনের একটি দল এ অভিযান পরিচালিত করে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমাঞ্চল রেলওয়ের কেনাকাটায় কয়েক শ কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে এবং বিষয়টি অডিট আপত্তিতে উঠে আসে। সেই অভিযোগ ও অডিট আপত্তির প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে জেলা কার্যালয় অভিযান শুরু করে।

 

আমির হোসাইন জানান, ২০১৮/২০১৯ অর্থবছরে বিভিন্ন মালামাল ক্রয় সংক্রান্ত কেনাকাটার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। আমরা এখান থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে অবহিত করবো।  

রেলওেয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার তালুকদার জানান, কেনাকাটার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কিছু হয়েছে কি-না, দুদক সেই তদন্তে এসেছে।

আমরা তাদের চাহিদা মতো কাগজপত্র সংগ্রহ করেছি।

news24bd.tv/SHS