ডিএনসিসির সাথে চিফ হিট অফিসার বুশরার কোনো সম্পর্ক নেই: মেয়র আতিক

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও চিফ হিট অফিসার বুশরা আফরিন।

ডিএনসিসির সাথে চিফ হিট অফিসার বুশরার কোনো সম্পর্ক নেই: মেয়র আতিক

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে চিফ হিট অফিসার বুশরা আফরিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। তাদের মাধ্যমে সারা বিশ্বে  সাটজন চিফ হিট অফিসার নিয়োগ পেয়েছেন।

সিটি করপোরেশন থেকে হিট অফিসার বুশরা বেতন নিচ্ছেন এমন তথ্য সঠিক নয়। চিফ হিট অফিসারের কাজ আমাদের পরামর্শ দেয়া, সরাসরি কোনো কাজ করা নয়।

তিনি আরও বলেন, হিট অফিসার বুশরা সিটি করপোরেশন থেকে কোনো টাকা পান না। এমনকি সিটি করপোরেশনে তার বসার জন্য কোনো টেবিল-চেয়ার বা কক্ষও নেই।

আতিক বলেন, তারা (আরশট-রক) বিশ্বের সাতটি দেশে নারী হিট অফিসার নিয়োগ করেছেন। আমি তাদের নারী হিট অফিসার নিয়োগ করার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা আমাকে জানিয়েছিল যে নারীরা গরমের অনুভবটা বেশি করতে পারে বলেই তারা নারী হিট অফিসার নিয়োগ দিয়েছে।

news24bd.tv/ab