বিএনএম'র প্রার্থী হওয়ায় কৃষক লীগ সহসভাপতিকে দল থেকে অব্যহতি

বাগেরহাট-৪ আসন 

বিএনএম'র প্রার্থী হওয়ায় কৃষক লীগ সহসভাপতিকে দল থেকে অব্যহতি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলবদল করে প্রার্থী হিড়িক পরলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন থেকে অন্য দলে গিয়ে প্রার্থী হবার নজির না থাকলেও এমনটি ঘটেছে বাগেরহাটে।

দল থেকে পদত্যাগ না করে বাগেরহাট কৃষক লীগের সহসভাপতি মো. রেজাউল ইসলাম রাজু বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হয়েছেন।

এ ঘটনার পর কৃষক লীগের সহসভাপতি মো. রেজাউল ইসলাম রাজুকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বিএনএম থেকে বাগেরহাট-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যপক আলোচিত-সমালোচিত হন কৃষক লীগের এই নেতা।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়। বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন শনিবার বিকেলে রাজুকে দল থেকে অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক