রাজনৈতিক বিরোধে ইসির হস্তক্ষেপের এখতিয়ার নেই, ইইউকে সিইসি

ফাইল ছবি

রাজনৈতিক বিরোধে ইসির হস্তক্ষেপের এখতিয়ার নেই, ইইউকে সিইসি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে বলে জানিয়েছেন সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন ইইউর সঙ্গে আজ যৌথ সভা শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, রাজনৈতিক মতবিরোধ ও বিভাজনের বিষয়ে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে পারে না বলে ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছি।

ইইউ প্রতিনিধি দলকে সিইসি জানান, সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সবই করবে নির্বাচন কমিশন। ইইউ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে বলেও জানান সিইসি।

এদিন ইউরোপীয় ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের যৌথসভা অনুষ্ঠিত হয়।

যৌথসভায় ইইউ প্রতিনিধি দল ইসির কাছে নির্বাচনের কর্মযজ্ঞের বিষয়ে জানতে চায়।

news24bd.tv/FA