বিকেলে ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ 

ফাইল ছবি

বিকেলে ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ 

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শনিবার (৯ সেপ্টেম্বর) শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতারা।

অন্যদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলো গণমিছিল কর্মসূচি পালন করবে।

news24bd.tv/TR