১ ঘণ্টার চেষ্টায় বেনাপোল বন্দরের আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

১ ঘণ্টার চেষ্টায় বেনাপোল বন্দরের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

বেনাপোল স্থলবন্দরে একটি কেমিক্যাল চালানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার(২০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে বন্দরের ৩২ নং শেডের একটি কেমিক্যাল চালানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, হঠাৎ করে ৩২ নং শেডে আগুন লেগে গেলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

বন্দরের লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যাযনি।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, 'বন্দরের ৩২ নং শেডে অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনি কিছু বলা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। '

news24bd.tv/আজিজ