ছিনতাই হওয়া মোবাইল নিতে গিয়ে হামলার শিকার যুবক

সংগৃহীত ছবি

ছিনতাই হওয়া মোবাইল নিতে গিয়ে হামলার শিকার যুবক

নাঈম আল জিকো

কখনও সন্তানের সামনে বাবা খুন; কখনও বা বাবা ও সন্তান মিলে অন্যকে খুনের চেষ্টা। এমনই ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায়।  এবার অন্যের ছিনতাই হওয়া মোবাইল ফেরত নিতে গিয়ে হামলার শিকার হলেন রনি নামে এক যুবক।  এ ঘটনায় মামলা দায়ের পর, আসামিদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার রাতে পল্লবী 'প' ব্লকের সিসিটিভির দৃশ্য এটি। রাত আনুমানিক ১১টার দিকে বেশ কিছু মানুষকে জড়ো হয়ে কিছু একটা করতে দেখা যায়। সেই জায়গা থেকে একজন দৌড়ে পালালে তার পেছনে চাপাতি হাতে অপর এক ব্যক্তি ছুটে যায়।

ঘটনায় আহত রনি জানান, কামাল নামে এক ব্যক্তির কাছ থেকে জাকির ও তার সহযোগী আফান মোবাইল ছিনিয়ে নেয়।

বিষয়টি রনিকে জানালে সে মোবাইল উদ্ধারে জাকিরের বাসায় যায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

ভুক্তভোগী রনি জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির, তার বাবা জামাল ও আফানসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামী করে পল্লবী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন:


 

সিনেমার চিত্রনাট্যকেও হার মানাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন


গেল বছর ১৬ মে পল্লবীর ডি ব্লকের সিরামিকস গেট এলাকায় সাহিনুদ্দিনকে তাঁর সাত বছর বয়সী ছেলের সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

news24bd.tv রিমু