চট্টগ্রামে এক হাজারের বেশি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে সিদ্ধান্তহীনতায় সিডিএ

নয়ন বড়ুয়া জয়

চট্টগ্রামের মাঝিরঘাটে খালের পাড়ে হেলেপড়া ভবন ভেঙ্গে দিয়েছে সিডিএ। তবে নগরের এক হাজারের বেশি ঝুঁকির্পূণ  ভবন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না নগর উন্নয়ন কর্তৃপক্ষ। এসব ভবন দ্রুত অপসারণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ফায়ারসার্ভিস ও নগর বিশ্লেষকদের । আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় গুলজার খালের পাড়ে হেলে পড়া কয়েকটি ভবন ভেঙ্গে দিয়েছে সিডিএ। তবে এখনও চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাও করতে পারেনি সিডিএ। দ্রুত এসব ভবন অপসারণ করতে তালিকা করার নির্দেশ জারি করে চিঠি দিয়েছেন মন্ত্রণালয়।

আরও পড়ুন:

২০২২ সালে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের খনিতে ভূমিধস

তবে ভুমিকম্পের অনেক ভবন হেলে গেলেও সেগুলোতে এখনো ঝুঁকি নিয়ে বসবাস করছে বাসিন্দারা।

সিডিএ বলছে এক হাজারের বেশি ঝুঁকিপূর্ণ ভবন আছে নগরে। দ্রুত অপসারণ করতে সিটিকর্পোরেশন ও বিশেষজ্ঞদের সহায়তা চেয়েছে তারা।

এদিকে ফায়ারসার্ভিস ও নগর বিশ্লেষকরা বলছেন,দ্রুত এসব ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ না করলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  

দ্রুত এসব ভবন অপসারণে সিডিএ এবং সিটিকর্পোরেশনের সমন্বয়ের বিকল্প নেই বললেন নগর বিশ্লেষকরা।

news24bd.tv/এমি-জান্নাত