খুশকি দূর করবে রসুন

প্রতীকী ছবি

খুশকি দূর করবে রসুন

অনলাইন ডেস্ক

রসুন অতিপরিচিত এক নাম। জৈব গুণসম্পন্ন একটি ঝাঁঝালো সবজি। যা মসলা ও ভেষজ ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। রসুন ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়। রসুনে শুধু চুলই গজায় না খুশকি দূর করতে এটি খুবই কার্যকর। এটিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা মাথার ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে সাহায্য করে। ফলে খুশকি কমে।
 

জেনে নিন রসুনের ৩টি হেয়ার প্যাক সম্পর্কে।

রসুন ও নারকেলের তেল:

নারকেল তেলের সঙ্গে কয়েক কোয়া রসুন মিশিয়ে গরম করে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

রসুন ও মধু:

খুশকি দূর করতে কয়েক কোয়া রসুন পিষে নিন। সামান্য মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


আরও পড়ুন:

এক দশকে এই প্রথম মন্ত্রী পর্যায়ের পাকিস্তান সফর

জাপানের ওসাকা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু
হাসপাতালে  মাহাথির মোহাম্মদ


রসুন ও অলিভ অয়েল:

রসুনের কয়েকটি কোয়া সামান্য থেঁতো করে অলিভ অয়েলের সঙ্গে মেশান। মিশ্রণটি গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক