হাইলাইটারের অজানা ৪ ব্যবহার

হাইলাইটারের অজানা ৪ ব্যবহার

অনলাইন ডেস্ক

নারীদের সাজের অন্যতম একটি জরুরি প্রসাধনী হচ্ছে হাইলাইটার। তবে অনেকেই জানেন না এর সঠিক ব্যবহার। চলুন জেনে নেয়া যাক হাইলাইটারের অজানা চার ব্যবহার সম্পর্কে।  

হাইলাইট করুন কিউপিড বো

উপরের ঠোঁটের মধ্যবর্তী ভাঁজকেই বলা হয় কিউপিড বো।

লিপস্টিক ব্যবহারের পর ব্রাশের সাহায্যে ঠোঁটের মধ্যবর্তী অংশে হালকা হাইলাইটার লাগিয়ে নিলে পরিপূর্ণতা আসবে ঠোঁটের সাজে।

হাইলাইটার যখন আইশ্যাডো

আইশ্যাডো শেষ হয়ে গেলে চিন্তার কিছু নেই। হাইলাইটারের সাহায্যেই চোখের পাতাকে সাজিয়ে নিন। শুধু খেয়াল রাখতে হবে, সাধারণ আইশ্যাডোর তুলনায়, কিছুটা গ্লসি ভাব তৈরি হবে হাইলাইটার ব্যবহারে।

ডার্ক সার্কেল দূর করতে

চোখের নিচের কালচে ভাব পুরোপুরিভাবে ঢাকার জন্য কনসিলারের সঙ্গে হাইলাইটার মিশিয়ে ব্যবহার করতে হবে। এতে তাৎক্ষণিকভাবে চোখের নিচের অংশ উজ্জ্বল হয়ে যাবে এবং কালচে দাগ ঢাকা পড়ে যাবে।

ঠোঁটে হাইলাইটার

ঠোঁটকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে লিপস্টিক ব্যবহারের পর হাইলাইটার ব্যবহার করতে পারেন। এতে করে লিপস্টিকের রং ঠিকভাবে ফুটে উঠবে। হাইলাইটার ঠোঁটে ব্যবহারের জন্য লিপস্টিক কিংবা লিপগ্লস ব্যবহারের পর হাতের সাহায্যে ঠোঁটে হাইলাইটার লাগিয়ে নিতে হবে।

news24bd.tv নাজিম