করোনার প্রকোপ বাড়লেও বইমেলাতে পাঠকের মাস্ক পড়তে অনীহার শেষ নেই

করোনার প্রকোপ বাড়লেও বইমেলাতে পাঠকের মাস্ক পড়তে অনীহার শেষ নেই

Other

করোনার প্রকোপ বাড়লেও প্রাণের বইমেলায় বাড়ছে পাঠক দর্শনার্থীর ভিড়। তবে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। বাংলা একাডেমি মেলার প্রবেশ পথে শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করলেও মেলা প্রাঙ্গণে অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। এদিকে বইয়ের স্টলগুলোতেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

 

এবারের বইমেলার প্রবেশদ্বার চারটি। যার প্রতিটিতেই নিয়োজিত কর্মীরা এভাবেই স্বাস্থ্যবিধি মেনে পাঠক দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। মাস্ক ব্যবহার, তাপমাত্রা পরিমাপ তার পাশাপাশি রাখা হয়েছে স্যানিটাইজারের ব্যবহার।


আইপিএলের ছাড়পত্র পেলেন মুস্তাফিজও

২১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের রাস্তা অবরোধ

কিছু অসমাপ্ত উপসংহারও থাকতে হয়


স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করলেও তার পরের চিত্রটা ভিন্ন।

কারো মাস্ক হাতে, কারো আবার মুখের নিচে। মাস্ক না পরার অযুহাতেরও যেনো অভাব নেই।

এবারে বেড়েছে মেলার পরিধিও। দূরত্ব বজায় রেখে স্টল সাজালেও সেখানেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

করোনার প্রকোপ বাড়ায় মেলা প্রাঙ্গনে সচেতনতামূলক নানা কার্য্ক্রম চালাচ্ছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে বইমেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।  

news24bd.tv আয়শা