অসুস্থ রোগীর জন্য কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে?

অনলাইন ডেস্ক

অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয়া বা তার সেবা করা শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং এটি এক মুসলমানের ওপর অপর মুসলমানের দ্বীনি অধিকার। কোনো অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা, সহানুভূতি ও সহযোগিতা থেকে বিরত থাকা আল্লাহ থেকে বিরত থাকার শামিল।  

হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কেয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। বান্দা বলবে, হে প্রভু! আপনি তো সব সৃষ্টির প্রতিপালক, আমি কিভাবে আপনার সেবা করতাম? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তার সেবা করনি, তুমি যদি তার সেবা করতে তাহলে সেখানে আমাকে পেতে!' (মুসলিম)


আরও পড়ুন: খোঁড়াখুড়িতে অতিষ্ট নগরবাসী, সমন্বয়ের তাগিদ


আমরা সাধ্য অনুযায়ী অসুস্থ রোগীর পাশে দাঁড়াবো এবং তার সুস্থতা কামনায় মহান আল্লাহপাকের কাছে সাহায্য প্রার্থনা করবো।

আসুন জেনে নেই কিভাবে অসুস্থ রোগীর জন্য কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে?

news24bd.tv নাজিম