পবিপ্রবি উপাচার্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

পবিপ্রবি উপাচার্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাদের ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে তাদের ঢাকায় আনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে পটুয়াখালী থেকে ঢাকায় আনা হয়েছে।

তাদের বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবিপ্রবির ফুড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. শরিফুর রহমান বলেন, পাঁচদিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন উপাচার্য ড. মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজ। আজ হঠাৎ তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় নেয়া হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল