তোপধ্বনির মাধ্যমে কুড়িগ্রামে বিজয় দিবসের সূচনা

তোপধ্বনির মাধ্যমে কুড়িগ্রামে বিজয় দিবসের সূচনা

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম প্রতিনিধি

‘দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়ার নয়। ’ এই শ্লোগান নিয়ে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

প্রতুষ্যে স্বাধীনতার বিজয় স্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বিজয় স্তম্ভ, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)