প্রথম বাণিজ্যিক স্পেসওয়াকের জন্য প্রস্তুত স্পেসএক্স

সংগৃহীত ছবি

প্রথম বাণিজ্যিক স্পেসওয়াকের জন্য প্রস্তুত স্পেসএক্স

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম বানিজ্যিক স্পেসওয়াকের (মহাকাশে একজন নভোচারীর মহাকাশযানের বাইরে ব্যয় করা কার্যকলাপের সময়কাল) জন্য প্রস্তুত স্পেসএক্স মহাকাশযানের মহাকাশচারীরা। পোলারিস ডন নামে পরিচিত এই মিশনে মোট চারজন মহাকাশচারী রয়েছেন। এটি হতে চলেছে ব্যক্তিগত খরচে প্রথম স্পেসওয়াক।

আরও পড়ুন: ব্যক্তিগত খরচে স্পেসওয়াকের যাত্রা শুরু 

এই যাত্রায় রয়েছেন বিলিয়নেয়ার টেক সিইও জ্যারেড আইজ্যাকম্যান, তার ঘনিষ্ঠ বন্ধু স্কট 'কিড' পোটিট।

কিড একজন অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর পাইলট। এছাড়া তাদের সঙ্গে আরও রয়েছেন দুই স্পেসএক্স প্রকৌশলী আনা মেনন এবং সারাহ গিলিস।

শুধুমাত্র জ্যারেড আইজ্যাকম্যান এবং স্পেসএক্স প্রকৌশলী সারাহ গিলিস স্পেসএক্স ক্যাপসুল থেকে প্রস্থান করবেন। ক্রু সদস্য স্কট "কিড" পোটিট এবং আনা মেনন ক্যাপসুলের ভিতরে থাকবেন।

আইজ্যাকম্যান এবং গিলিস প্রায় ২০ মিনিটের জন্য মহাকাশযানের বাইরে থাকবেন বলে জানা গেছে। সূত্র: সিএনএন 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক