চাকরির বয়সসীমা থাকতে পারে না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

চাকরির বয়সসীমা থাকতে পারে না: মান্না

নিজস্ব প্রতিবেদক

এখন দাবি-দাওয়া নিয়ে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, এখন রাজপথে আন্দোলন নয়, নিজেদের বোঝাপড়ার মধ্যদিয়ে দেশকে গড়তে হবে।

আজ শনিবার চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশে মান্না এ কথা বলেন।

তিনি বলেন, চাকরির বয়সসীমা থাকতে পারে না, যোগ্যতা দিয়ে যেকোনো সময় চাকরি পাওয়া সুযোগ তৈরি করতে হবে।

‘সব্ সংস্কার শেষ করে নির্বাচন’ এটা কোনো যৌক্তিক কথা নয় এমন মন্তব্য করে মান্না বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। তবে নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। পরিবেশ হলেই নির্বাচন হওয়া উচিৎ।

ছাত্র আন্দোলন নিয়ে মান্না বলেন, শুধু সরকার পরিবর্তনের লড়াই না, দেশ বদলের আন্দোলন ছিল এবারের গণঅভ্যুত্থানে।

‘সরকারের প্রতি সমর্থন আছে, তবে নিরঙ্কুশ সমর্থন নয়। যৌক্তিক সমালোচনা চলবে’, যোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি।

news24bd.tv/তৌহিদ