অন্তর্বর্তী সরকারকে বিব্রত বা বিতর্ক করার দরকার নেই: মান্না

নাগরিক ঐক্য আয়োজিত সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে সভায় প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না

অন্তর্বর্তী সরকারকে বিব্রত বা বিতর্ক করার দরকার নেই: মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। সুষ্ঠু নির্বাচন করার জন্য অনেকগুলো কাজ করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ প্রশাসন সাজানো, জনপ্রশাসন ঢেলে সাজানো এবং জনবান্ধব করা।

আজ শনিবার দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনটির গাজীপুর মহানগর সভাপতি রাশেদুল হাসান রানা সভার সভাপতিত্ব করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত পুলিশ কিন্তু কোনো কাজেই আসছে না। পুলিশ থানায় বসে কাজ করে না। নির্বাচন কমিশন যেটা আছে এখন সেটাও নাই।

আগামী নির্বাচনে যাতে কালো টাকার প্রভাব না পড়ে সে বিষয়টিও তুলে ধরেন নাগরিক ঐক্যের এ নেতা।

মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত বা বিতর্ক করার দরকার নেই। তারা কাজ টুকু করুক।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় ও গাজীপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv/তৌহিদ