কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৭

সংগৃহীত ছবি

কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৭

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ জন ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আরও এক ডজনেরও বেশি মানুষকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।  

নয়েরি কাউন্টির হিলসাইড এন্দরাশা নামের প্রাইমারি স্কুলটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আগুনকে "ভয়াবহ" এবং "বিধ্বংসী" বলেছেন।

এবং একইসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।  

তিনি এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করে জানিয়েছে, ‘শিশুদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই যারা অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে। ’

কেনিয়ার জন্য স্কুলে আগুন লাগা অস্বাভাবিক কিছু নয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে বারবার এ ধরণের ঘটনা ঘটেছে।

২০২২ সালে, পশ্চিম কেনিয়ার একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, বেশ কয়েকজন ছাত্রকে অগ্নিসংযোগের সন্দেহে গ্রেপ্তারও করা হয়েছিল।  

স্থানীয় পুলিশ প্রধান পিয়াস মুরুগু বলেছেন, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ছাত্রাবাসে আগুন লাগে যেখানে ১৫০ জনেরও বেশি ছাত্র ছিল। সিটিজেন টিভির একজন সাংবাদিক জানিয়েছেন, স্কুলের বেশিরভাগ ভবন কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।  

উল্লেখ্য, স্কুলে মোট ৮২৪ জন ছাত্র আছে, যাদের বেশিরভাগের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক