বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে চারজনের মৃত্যু

সংগৃহীত ছবি

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মশাবাহিত এ রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৬ জন।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২০০ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায় ১৩ জন, ময়মনসিংহে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৮৪১ জন।

যাদের মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।

news24bd.tv/FA