অন্তর্বর্তী সরকারের রূপরেখা, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া জানতে চেয়েছে দলগুলো: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের রূপরেখা, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া জানতে চেয়েছে দলগুলো: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব আরও বলেন, সরকারের মাত্র তিন সপ্তাহ হয়েছে। সব দলের কাছে আসলে প্রধান উপদেষ্টা জানতে চাইছেন দলগুলো কী চাইছে।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের রূপরেখা, নির্বাচন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে তা জানতে চেয়েছে। আগামীর বাংলাদেশের রূপরেখা কী হবে তা দ্রুত জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সংবিধান সংস্কার হবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে।

মাহফুজ আরও বলেন, সংস্কারের প্রস্তাবনার ভিত্তিতে ঠিক হবে সরকারের মেয়াদ কেমন হবে।

একটা কম্প্রিহেনসিভ রূপরেখা হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রস্তাবনা ভিত্তিতে সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা।

এদিন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনূস। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।

news24bd.tv/FA