একত্রিত হতে যাচ্ছে গণফোরামের দুই পক্ষ

গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা

বাসস

একত্রিত হতে যাচ্ছে গণফোরামের দুই পক্ষ

অনলাইন ডেস্ক

চার বছর পর গণফোরামের দুই পক্ষ আবার একত্রিত হতে যাচ্ছে। নব্বইয়ের দশকে দলটি প্রতিষ্ঠা করেন ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, আমরা খুব শিগগিরই ‘পুনর্মিলিত গণফোরাম’র জাতীয় সম্মেলন আয়োজন করব।
গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।

গণফোরাম নেতা ড. কামাল হোসেন, মোস্তফা মহসিন মন্টু, এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী ও মিজানুর রহমান আলোচনা সভায় বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের ফলে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের মানুষ একটি স্বাধীন ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।

তিনি বলেন, কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এ ধরনের বাংলাদেশ গড়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।

গণ-অভ্যুত্থানের অর্জনকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, গণফোরামের নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে নতুন যাত্রা শুরু করবেন। ’

আওয়ামী লীগ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ত্যাগ করা ড. কামাল হোসেন ও সাইফুদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে ১৯৯৩ সালের ২৯ আগস্ট গণফোরাম প্রতিষ্ঠিত হয়।

news24bd.tv/JP