সাতক্ষীরায় জামায়াত কর্মী হত্যা: সাবেক এমপি ও পুলিশ সুপারের নামে মামলা

সাতক্ষীরায় জামায়াত কর্মী হত্যা: সাবেক এমপি ও পুলিশ সুপারের নামে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কাশেমপুরে জামায়াত কর্মী শহিদুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ও সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৩২ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

সাতক্ষীরার জৈষ্ঠ্য বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে মামলাটি করেন শহিদুল ইসলামের ভাই ইমাদুল হক। বিচারক মামলাটিকে এফআইআর হিসেবে নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, তালা-কলারোয়ার সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাবেক সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি এনামুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ২৪ জন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ ফেরুয়ারি আসামিরা কালো মাইক্রোবাসে এসে শহিদুল ইসলামকে শহর উপকণ্ঠের কাশেমপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যা করে যশোর শহর উপকণ্ঠের পিকনিক কর্নারের সামনে তার মরদেহ রেখে ক্রসফায়ারের নাটক সাজায়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকবার হোসেন জানান, আদালত মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

news24bd.tv/তৌহিদ