পুলিশের লুট হওয়া অন্ত্র উদ্ধারে আল্টিমেটাম

পুলিশের লুট হওয়া অন্ত্র উদ্ধারে আল্টিমেটাম

অনলাইন ডেস্ক

সরকার পতনের পর পুলিশের বিভিন্ন থানা, ইউনিট ও ডিউটিস্থল থেকে লুট অস্ত্র উদ্ধারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করল পুলিশ সদর দপ্তর। এজন্য আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে স্বেচ্ছায় লুট হওয়া অস্ত্র জমা না দিলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সংস্থাটি।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক