আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষ: কী বলছেন তারকারা

আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষ: কী বলছেন তারকারা

অনলাইন ডেস্ক

চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভে নামে আনসার সদস্যরা। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আনসারদের একাংশ বিক্ষোভ করে। এক পর্যায়ে রোববার রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনায় সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে রীতিমতো আনসারদের প্রতি নিন্দা জানিয়েছেন তারা।

মোস্তফা সরয়ার ফারুকী
দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘হোয়াটস আপ, আনসারস? দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে, আর এরা অন্য কারও হয়ে খেলছে? দাবি মেনে নেয়ার পরও এই নৈরাজ্যটা এখন আর স্রেফ নেয়া যাচ্ছে না।

পরাজিত ফ্যাসিস্ট শক্তি কতো রূপে যে ফিরে আসার চেষ্টা করল! কখনো ডাকাত হয়ে, কখনো বা আনসার হয়ে নবান্নের এই দেশে। সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। ’

প্রিন্স মাহমুদ
গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘দেশের এই ভয়াবহ দুর্যোগেও পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসছে কখনো ডাকাত হয়ে, কখনো বা আনসার হয়ে। আর সময় নাই। সরকারকে এদের শক্তভাবে এখনি রুখতে হবে। এরা ভুলে যাচ্ছে প্রয়োজনে আগস্ট ৫ এর মতো এই ঘেরাও কর্মসূচিকে ছাত্র-জনতাই আবার ঘেরাও করবে যেকোনো মুহূর্তে। এবার আর পালাবার পথ পাবে না। ’

আশফাক নিপুন
নির্মাতা আশফাক নিপুন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জাতীয় দুর্যোগে মানুষের পাশে না থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করতে চায় তাদের উদ্দেশ্য পরিষ্কার। তিনি আরও লিখেছেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার। এদের প্রতিহত করুন। ’

news24bd.tv/TR