সাকিবের নামে মামলায় মন্তব্য নেই বিসিবির

সাকিব আল হাসান।

সাকিবের নামে মামলায় মন্তব্য নেই বিসিবির

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের নামে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ নিয়ে আপাতত কিছু বলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রসঙ্গে ‘অন রেকর্ড’ মুখ খুলতে চান না কেউই।

সাকিব বর্তমানে বাংলাদেশের হয়ে পাকিস্তান সফরে খেলছেন রাওয়ালপিন্ডি টেস্টে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি হয়। গত ৫ আগস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক এই এমপিকে।

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলে বিবেচিত সাকিব দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ১২০টি আন্তর্জাতিক ম্যাচে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিনি আছেন তিন সংস্করণেই।

জানা যায়, যে হত্যাকাণ্ডের ঘটনায় এই মামলা, সাকিব তখন ব্যস্ত ছিলেন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে। কোটা আন্দোলন ও সেটির সূত্র ধরে সরকার পতনের আন্দোলনের পুরো সময়টা দেশের বাইরেই ছিলেন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হওয়া এই ক্রিকেটার।

মামলায় সাকিবের নাম আসার পর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী, দুজন পরিচালকসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় দেশের একটি সংবাদমাধ্যমের। কিন্তু মুখ খুলতে নারাজ সবাই। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে ফোন করা ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি প্রতিবেদককে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন শীর্ষ কর্তা শুধু বলেন, “মাত্রই খবরটি দেখলাম। এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। এটা নিয়ে বোর্ডে আলোচনা ব্যাপার আছে। আপাতত আমাদের কোনো মন্তব্য নেই। ”

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। ২৮ নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে সাকিবকে। এছাড়াও ২৯ নম্বরে আছেন আলোচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, ৫৫ নম্বরে আসামি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ৬৫ নম্বরে আছেন সদ্যসাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান।

news24bd.tv/DHL