ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন টিম ওয়ালজ

সংগৃহীত ছবি

ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন টিম ওয়ালজ

অনলাইন ডেস্ক

বুধবার (২২ আগস্ট) রাতে আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্টের মনোয়নয়ন গ্রহণ করেছেন ডেমোক্রেট প্রার্থী টিম ওয়ালজ। শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের মঞ্চ থেকে, ওয়ালজ গভর্নর থেকে নেতৃস্থানীয় দলীয় ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করলেন।  

ডিএনসির মঞ্চে ওয়ালজ বলেন, "আমরা সবাই আজ রাতে এখানে এসেছি একটি সুন্দর, সহজ কারণে, আমরা এই দেশকে ভালবাসি। "

নির্বাচনে জয়ের বিষয়টি তিনি মাঠের ফলাফলের ওপর ছেড়ে দিয়ে বলেন, "আমরা এটি মাঠে রেখে যাচ্ছি।

এভাবেই আমরা এগিয়ে যাব। ”

এক মাস আগেও, মিনেসোটার বাইরের অনেক আমেরিকান ওয়ালজকে চিনতেন না। কিন্তু বুধবার সব হিসাব পালটে ফেললেন তিনি। তার ক্যারিয়ারের সবচাইতে ফলপ্রসূ বক্তৃতা দিলেন জনসম্মুখে।

তার জীবনের গল্পের সাথে পরিচিত করালেন উপস্থিত দর্শকদের।  

বুধবার, দেশটি ওয়ালজের পরিবারের এক ঝলকও দেখেছে। পার্টি কনভেনশনে আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী গুয়েন ওয়ালজ, তাদের দুই সন্তান, হোপ এবং গাস। এসময় তাদের দুই সন্তানকে ক্যামেরায় আবেগের সাথে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে যখন ওয়ালজ বলেছিলেন যে তার পরিবার তার "পুরো বিশ্ব"।

তার বক্তৃতায় আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কেও বলেন তিনি। ট্রাম্পকে কটাক্ষ করে ওয়ালজ বলেন, প্রাক্তন প্রেসিডেন্টের এজেন্ডা আমাদের মধ্যে সবচেয়ে ধনী এবং চরম ব্যক্তি ব্যতীত কাউকেই সেবা করে না এবং আমাদের প্রতিবেশীদের জন্য কিছুই করেনি প্রয়োজনে। সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস 

news24bd.tv/এসএম