জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বন্দুকযুদ্ধে ভারতের দুই সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন এক সেনাসহ দুই বেসামরিক নাগরিক।
শনিবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আজ বিকেলে অনন্তনাগ জেলার আহলান গাদোলে এনকাউন্টার শুরু হয়।
কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় এ বন্দুকযুদ্ধ হয়।
সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, প্যারাট্রুপার্স এই অভিযানে অংশ নেয়। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।
গত এক বছরের মধ্যে কোকেরনাগে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক লিখেছে, ‘সন্ত্রাসীদের নির্বিচার ও বর্বর হামলায় দুই বেসামরিক মানুষ আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সরিয়ে নেওয়া হয়েছে। ’
সূত্র- এনডিটিভি
news24bd.tv/তৌহিদ