বাগদানের আগেই সামান্থাকে নিয়ে পদক্ষেপ নাগা চৈতন্যের 

সংগৃহীত ছবি

বাগদানের আগেই সামান্থাকে নিয়ে পদক্ষেপ নাগা চৈতন্যের 

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (৮ আগস্ট) বাগ্‌দান সেরেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বাগ্‌দানের ছবি নিজের সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। সেখানে তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের অনেকেই। তবে এর মধ্যেই ভক্তদের চোখে পড়েছে একটি বিষয়।

 

শোভিতার সঙ্গে বাগদানের আগে প্রথম স্ত্রী, অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে একটি  পদক্ষেপ নেন নাগা চৈতন্য। অভিনেতার সমাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার সঙ্গে অনেক ছবি ছিল।  

সামান্থার সাথে বাড়িতে তোলা ছবি, ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ছিল নাগা চৈতন্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোভিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরুর ঠিক আগেই সামান্থার সঙ্গে সেই ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেন নাগা চৈতন্য।

তবে ‘মজিলি’ ছবির পোস্টার ও সেটের কিছু ছবি এখনও রয়েছে  নাগা চৈতন্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামান্থার সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন নাগা চৈতন্য।

দীর্ঘ চার বছরের দাম্পত্যের পরে নাগা চৈতন্য ও সামান্থা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ২০২১ সালে। শোনা গিয়েছিল, সম্পর্কে তৃতীয় মানুষের আগমনই সামান্থার সঙ্গে নাগার বিচ্ছেদের কারণ।

news24bd.tv/এসএম