চুলের যত্নে গোলাপ জল

সংগৃহীত ছবি

চুলের যত্নে গোলাপ জল

অনলাইন ডেস্ক

ত্বকের যত্নে গোলাপ জলের উপকারিতা সম্পর্কে সবাই কম-বেশি জানেন। তবে  গোলাপ জল ব্যবহার করা যেতে পারে চুলেও। চুলের যত্নেও সমান কার্যকর এই পানি।  

গোলাপ জলের ব্যবহার চুল নরম রাখতে সাহায্য করে।

চুলের আগা ফেটে যাওয়ার ঝুঁকি কমে গোলাপ জল ব্যাবহার করলে। বিশেষ করে যাদের চুলে রঙ করা তাদের জন্য এই পানি খুব ভালো কাজ করে।  রঙিন চুল ভাল রাখতে গোলাপজল বেশ উপকারী। মাথার তৈলাক্ত ত্বক, খুশকির সমস্যাও দূর হতে পারে গোলাপজলের ব্যাবহারে।
 

গোলাপের পাপড়িতে বিভিন্ন রকম ভিটামিন রয়েছে -ভিটামিন এ, বি৩, সি এবং ই। এই ভিটামিন গুলো চুলের বৃদ্ধিতে সাহায্যে করে। ফলিকল উৎপাদনেও গোলাপের পাপড়ি বেশ কার্যকরী।  

গোলাপ জল বেশি ব্যবহার করাও ক্ষতিকর হতে পারে। বেশি ব্যবহারে মাথার ত্বকের পিএইচ মাত্রা বেড়ে যাওয়ার সম্ভবনা থাকে। এটি সপ্তাহে ২ দিন ব্যবহার করা যেতে পারে। গোলাপ জল সরাসরি মাথায় কিংবা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। সূত্র: আনন্দবাজার
 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক