প্রত্যেকটি হত্যা-অন্যায়ের বিচার করবে বিএনপি: দুলু

প্রত্যেকটি হত্যা-অন্যায়ের বিচার করবে বিএনপি: দুলু

নাটোর প্রতিনিধি:

আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা সারাদেশে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাই এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দুলু বলেন, নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রুপকার দাবি করা শেখ হাসিনা শুধু দেশকেই নয়, আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম-নিশানা-চিহ্নও নেই। ভোটারবিহীন সন্ত্রাসীদের হাসিনা এমপি বানিয়ে ছিল, তাদেরকেও বিপদে রেখে গেছেন। এসব এমপিরা জনগণের টাকা মেরে বিশাল অট্টালিকা বানিয়েছে।

বিদেশে বাড়ি করেছে, তারা আজ দেশ থেকে পালিয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি প্রমুখ।

news24bd.tv/কেআই

এই বিভাগের পাঠকপ্রিয়