সারাদেশে ১০৪ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ফাইল ছবি

সারাদেশে ১০৪ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক

কোটাবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকায় অভিযোগে সারাদেশ থেকে গ্রেপ্তার ১০৪ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জনসহ মোট ১০৪ জন পরীক্ষার্থী জামিন পেয়েছে।

এর আগে শুক্রবার দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন রয়েছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক