নিম্ন আদালতের ২১৯ বিচারককে বদলি, পদোন্নতি ৩১ জনের

সংগৃহীত ছবি

নিম্ন আদালতের ২১৯ বিচারককে বদলি, পদোন্নতি ৩১ জনের

নিজস্ব প্রতিবেদক

নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের ২১৯ জন বিচারককে একযোগে বদলি এবং সেইসাথে ৩১ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথক আদেশে এসব বিচারক বদলি ও পদোন্নতির কথা জানায়।

বদলি তালিকায় রয়েছেন সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন, জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন এবং যুগ্ম জেলা জজ ৬ জন সর্বমোট বদলি ২১৯ জন।

অন্যদিকে পদোন্নতি পেয়েছেন যুগ্ম জেলা জজ ২৩ জন, অতিরিক্ত জেলা জজ ৬ জন, সিনিয়র সহকারী জজ ১ জন ও  সহকারী জজ ১ জন, সর্বমোট পদোন্নতি ৩১ জন।

এদিকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ শূন্যপদে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) গোলাম রাব্বানীকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

news24bd.tv/FA