ভারতে গাছের সাথে শিকল বাঁধা ছিল আমেরিকান নারী

সংগৃহীত ছবি

ভারতে গাছের সাথে শিকল বাঁধা ছিল আমেরিকান নারী

অনলাইন ডেস্ক

ভারতে গাছের সাথে শিকল বাধা অবস্থায় চিৎকার করতে থাকা এক নারীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম ভারতের মহারাষ্ট্রে। জনমনে রহস্যের সৃষ্টি করেছে ঘটনাটি।  

৫০ বছর বয়সী ললিতা কাইকে এক সপ্তাহ আগে পাওয়া যায়।

মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার ঘন জংগল থেকে তাকে উদ্ধা করা হয়।  

ললিতাকে চিৎকার করতে শুনে পুলিশকে খবর দেয় কয়েকজন রাখাল। পরে পুলিশ এসে তাকে শিকল ভেঙে উদ্ধার করেন।  

মারাত্মকভাবে জখম হওয়া ললিতাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসার পর তার অবস্থা পুর্বের তূলনায় ভালো হয়। আরো উন্নত চিকিৎসার জন্য তাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে চিকিৎসকরা।

পুলিশকে দেওয়া লিখিত বিবৃতিতে ললিতা জানান, তার স্বামী তাকে গাছের সাথে বেধে রেখে গিয়েছিল কোনো খাবার-পানি ছাড়া যাতে সে মারা যায়।
ললিতার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ভারতের দক্ষিনের রাজ্য তামিলনাড়ুতে তার স্বামীকে খুজতে তদন্ত পরিচালনা করছেন।  

কিন্তু উদ্ধারের সাতদিন পরেও ললিতা কেন, কিভাবে এবং কেন তাকে জঙ্গলের ভিতর বেধে রাখা হয়েছিল এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় নি।  

সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক