আজ রাত থেকে বাড়বে ইন্টারনেটের গতি

সংগৃহীত ছবি

আজ রাত থেকে বাড়বে ইন্টারনেটের গতি

অনলাইন ডেস্ক

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। এ কারণে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২৭ জুলাই) সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ শেষে রাতের দিকে ইন্টারনেটের গতি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিএসসিপিএলসি’র মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান বলেন, এই সার্কিটের সঙ্গে যুক্ত গ্রাহকদের আজ সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে কিছুটা ধীরগতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার মধ্যেই রক্ষণাবেক্ষণের কার্যক্রম শেষ হবে বলেও জানান তিনি।

কক্সবাজারে স্থাপিত প্রথম সাবমেরিন ক্যাবল ও কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এবং ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ইন্টারনেট সরবরাহ করা হয়। এরপর আইআইজি এবং আইএসপিগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছে যায় ইন্টারনেট।

উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনের সহিংসতায় ডাটাসেন্টার ক্ষতিগ্রস্থ হওয়ায়, ১৭ জুলাই থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর -জি সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

এর পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়।

news24bd.tv/আইএইচ/DHL

এই রকম আরও টপিক