ছাত্রদের ঢাল বানিয়েছে জামায়াত-বিএনপি: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

ছাত্রদের ঢাল বানিয়েছে জামায়াত-বিএনপি: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত একইভাবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের পাশে দাঁড়িয়ে কোটা প্রথা বন্ধ করে দিয়েছিলেন।

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে তারা বাংলাদেশকে জ্বালিয়ে-পুড়িয়ে, ধ্বংস করে দেওয়াসহ তলা বিহীন ঝুড়ি বানানোর মহা পরিকল্পনা নিয়েছে। এই সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের বিরুদ্ধে।

এসব কর্মকাণ্ডের সাথে জামায়াত-বিএনপি এবং ইউনূস গংরা জড়িত।

শনিবার সকালে দিনাজপুর বাসুনিয়াপট্টিস্থ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে তিনি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনের সময় জেলা ও সদর উপজেলা কার্যালয় ভাঙচুরসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

news24bd.tv/তৌহিদ