নাশকতার মামলায় সুনামগঞ্জে দুই শিবির নেতা আটক

আটক দুই শিবির নেতা

নাশকতার মামলায় সুনামগঞ্জে দুই শিবির নেতা আটক

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জে সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম (২৫) এবং প্রকাশনা ও শিক্ষাবিষয়ক সম্পাদক সুমেল মিয়াকে (২৪) আটক করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে নাশকতার মামলার একজনকে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে এবং ভোরে আরেকজনকে শহরের হাছননগর এলাকার ছাত্রাবাস থেকে আটক করে পুলিশ।

শাহরিয়ার ফাহিম জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের মঞ্জুর আলীর ছেল এবং সুমেল শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের নুরুল হকের ছেলে।  

এরা দুইজনেই ইসলামী ছাত্র শিবিরের ছাত্রাবাস হিসেবে পরিচিত শহরের হাছননগরের হাসপাতাল রোডের পুরবি আবাসিক এলাকার ৫৭ নম্বর বাসায় থেকে সংগঠনের কাজে সঙ্গে সক্রিয় রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুজনই নাশকতার মামলার আসামি।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিবির নেতা সুমেলকে বুধবার দুপুর দেড়টায় শহরের আলফাত স্কয়ার এলাকা থেকে এবং ফারহান শাহরিয়ার ফাহিমকে ভোর রাতে তাদের ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা হয়।

এদের দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে বলে জানান সদর থানার ওসি খালেদ চৌধুরী।

সুমেল মিয়াকে বুধবার দুপুরে শহরের হোসেন বখ্ত চত্ত্বর এলাকায় কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে।


news24bd.tv/আইএএম