মারা গেছেন ক্যামেলিয়া মোস্তফা  

সংগৃহীত ছবি

মারা গেছেন ক্যামেলিয়া মোস্তফা  

অনলাইন ডেস্ক

এক সময়ের জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী ক্যামেলিয়া মোস্তফা মারা গেছেন। মঙ্গলবার‌ (১৬ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। গুণী এই অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।

তিনি জানান, মঙ্গলবার (১৬ জুলাই) সকালে মৃত্যুবরণ করেন অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা।

ক্যামেলিয়া মোস্তফার বাবা প্রখ্যাত সাঙ্গবাদিক শামসুদ্দিন আবুল কালাম। আর মা হোসনে আরা বিজু।

জানা গেছে, ক্যামেলিয়ার জন্মের পর স্ত্রী হোসনে আরা বিজুর সঙ্গে ডিভোর্স হয়ে যায় কালামের। পরে বিজুকে বিয়ে করেন প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফা।

তারপর থেকে মুস্তাফা পরিবারেই বড় হন ক্যামেলিয়া।

ক্যামেলিয়া মোস্তফা একসময় আবৃত্তি ও অভিনয় করতেন। পরে তিনি বিদেশে পাড়ি জমান। কিছুদিন ধরে দেশেই ছিলেন তিনি। অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

news24bd.tv/TR   

 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর