সীমালঙ্ঘনের জবাব দেয়া হবে রাজপথে : সাদ্দাম

কোটাবিরোধী আন্দোলন

সীমালঙ্ঘনের জবাব দেয়া হবে রাজপথে : সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

রাজপথে সীমালঙ্ঘনের জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, কোটা আন্দোলনকারীরা সীমালঙ্ঘন করছে, সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ থাকলেও সেখানে তারা অবস্থান করছে। এ জন্য মধুর ক্যান্টিনের সামনে অবস্থান করছে ছাত্রলীগ।

এদিন বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে ছাত্রলীগের।

এসময় মধুর ক্যান্টিনে জড়ো হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, অনেক বিনয়ের পরিচয় দিয়েছি। এখন মোকাবিলা করবো।

বিক্ষোভ মিছিল-পূর্ব অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি বলেন, আজকের কোটা সংস্কার আন্দোলন যারা কন্ট্রোল করছে তারা মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ বিরোধী। তাদের হাতে আন্দোলনের রিমোর্ট কন্ট্রোল চলে গেছে।

যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ হয়। এর ধারাবাহিকতায় আজ দুপুরে আবার বিক্ষোভ ডাকেন তারা।  এর পরপরই একই জায়গায় ভিন্ন সময়ে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ।

news24bd.tv/FA