হাঁটতে হাঁটতে ভারতে ২ মাদ্রাসাছাত্র, অতঃপর যা ঘটলো 

সেই দুই মাদ্রাসা ছাত্র (মাঝে)

হাঁটতে হাঁটতে ভারতে ২ মাদ্রাসাছাত্র, অতঃপর যা ঘটলো 

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় সীমান্তবর্তী একটি মসজিদে তাবলিগে এসে হাঁটতে হাঁটতে দুই মাদ্রাসাছাত্র ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। পরে বিএসএফের হাতে আটক হন তারা। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফেরত দেওয়া হয়েছে।  

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষ্মীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই দুই ছাত্র হচ্ছে গাজীপুরের কোনাবাড়ীর মরজান আলীর ছেলে ওবায়দুলাহ (১৭) এবং মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোড়াগালি গ্রামের মোতালেব মন্ডলের ছেলে মোহাম্মদ আব্দুলাহ (১৯)।
 
উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান জানান, উপজেলার আড়ারদাহ কওমি মাদ্রাসা দুই জন ছাত্র বৃহস্পতিবার বড় কাবিলপুর জামে মসজিদে তাবলিগ জামাতে আসে। শুক্রবার ফজরের নামাজ শেষ করে তারা দুই বন্ধু পাশের কপোতাক্ষ নদের তীরে হাঁটতে যায়। নদ খনন কাজ চলায় মাঝখান দিয়ে বাঁধ দেওয়া রয়েছে।

তারা বাঁধের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের লক্ষ্মীপুর বিএসএফ ক্যাম্পের পাশে চলে যায়। এ সময় তাদের লক্ষ্মীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে ভারতের উত্তরপাড়া সীমান্ত ক্যাম্পে হস্তান্তর করেন। সন্ধ্যায় পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে ফেরত দেয় তারা।

শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী জানান, তাদের আটকের খবর পেয়ে আমরা বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করি। সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষ্মীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়, শেষ হয় ৬টা ৫৫ মিনিটে। এরপর দুই বাংলাদেশি মাদ্রাসা ছাত্রকে তারা আমাদের জিম্মায় ফেরত দেন।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ভারতের লক্ষ্মীপুর সীমান্তের ১০৭ উত্তরপাড়া বিএসএফ-এর পক্ষে উত্তরপাড়া ক্যাম্প কমান্ডার শুরেনধরশিং এবং বাংলাদেশের শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী।  
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক