হাসপাতালে অভিনেত্রী সন্ধ্যা রায়

হাসপাতালে অভিনেত্রী সন্ধ্যা রায়

অনলাইন ডেস্ক

কিংবদন্তী অভিনেত্রী সন্ধ্যা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে অস্বস্তি দেখা দিলে তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

সোমবার প্রকাশিত ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

অভিনেত্রীর সহকারী জানান, রুটিন চেকআপে এসেছিলেন অভিনেত্রী। সেইসময় বুকে ব্যথা হয় তাই চিকিৎসকের পরামর্শ মতো ভর্তি আছেন‌। এই মুহূর্তে আশঙ্কার কিছু নেই বলেও জানান তিনি।

বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ বছর ধরে দর্শক সন্ধ্যা রায়কে দেখেছেন বিভিন্ন চরিত্রে।

১৯৬৭ সালে পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। দীর্ঘদিন আলাদা থাকলেও স্বামীর শেষ সময়ে পাশে রেখেছিলেন সন্ধ্যা রায়।

মাত্র ১৬ বছর বয়সে রুপোলি পর্দার জগতে পা রাখেন তিনি। ১৯৫৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘মামলার ফল'। সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনি’ তাঁকে অভিনয় জগতে সাফল্য এনে দেয়।

এছাড়াও ‘বাবা তারকনাথ’, 'দাদার কীর্তি' , 'ছোট বউ', 'মায়া মৃগয়া', 'কঠিন মায়া', 'বন্ধন', 'পলাতক', 'তিন অধ্যায়', 'আলোর পিপাসা', 'ফুলেশ্বরী', 'সংসার সীমান্তে', 'নিমন্ত্রণ'-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী।

news24bd.tv/TR